সারা বাংলা

রাজশাহী বোর্ডে অনুপস্থিত ১৩৬৮ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্রে রাজশাহী শিক্ষাবোর্ডে হাজির হয়নি এক হাজার ৩৬৮ জন পরীক্ষার্থী। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিভাগের আট জেলার ১৯৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে এদিন পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৭ হাজার ৮২৭ জন। তবে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ৪৫৮ জন। বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রমানিক এ তথ্য নিশ্চিত করেন। পরীক্ষা নিয়ন্ত্রক জানান, সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত রাজশাহীর ৩৯ কেন্দ্রে ৩২৩ জন। এছাড়া সিরাজগঞ্জের ২৮ কেন্দ্রে ২০৬ জন, বগুড়ার ৩১ কেন্দ্রে ১৮৪ জন, পাবনার ২৫ কেন্দ্রে ১৭৩ জন, নওগাঁয় ২৬ কেন্দ্রে ১৫০ জন, নাটোরের ২০ কেন্দ্রে ১৩২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫ কেন্দ্রে ১২২ জন এবং জয়পুরহাটের ১৪ কেন্দ্রে ৬৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়াও পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে বগুড়া জেলায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিবগঞ্জ এমএইচ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিল সে। এ পরীক্ষায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক। রাইজিংবিডি/রাজশাহী/৩ এপ্রিল ২০১৮/তানজিমুল হক/মুশফিক