সারা বাংলা

তাঁতী বাজার থেকে সোনার বার যাচ্ছিল ভারতে

চুয়াডাঙ্গা সংবাদদাতা : দর্শনার জয়নগর চেকপোস্টে এক সোনা পাচারকারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। সে ঢাকার তাঁতী বাজার থেকে সংগ্রহকৃত ৯টি  সোনার বার নিয়ে ওই সীমান্ত দিয়ে যাচ্ছিল ভারতে। সোনা পাচারকারীর নাম আলামিন। সে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে। বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের  উপ-পরিচালক সাইফুর রহমান জানান, বুধবার  গোপন সংবাদের ভিত্তিতে জয়নগর চেকপোষ্টে অভিযান চালিয়ে ৯টি সোনার বারসহ আলামিনকে গ্রেপ্তার করা হয়। তার পাশে রাখা জুতার ভিতরে এই সোনার বারগুলো লুকানো ছিল। তিনি জানান, আলামিন ঢাকার তাঁতী বাজার থেকে সোনার বারগুলো এনেছিল। দর্শনার জয়নগর চেকপোষ্ট ইমিগ্রেশন শেষে কাস্টমস থেকে বের হবার সময় তাকে আটক করা হয়। রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/১২ এপ্রিল ২০১৮/এম এ মামুন/টিপু