সারা বাংলা

বর্ষবরণ অনুষ্ঠানের সময় সংকোচনের প্রতিবাদে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, যশোর : বর্ষবরণ অনুষ্ঠানের সময় সংকোচনের প্রতিবাদে যশোরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উদীচী যশোরের উদ্যোগে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রাক্তন সভাপতি হারুন অর রশীদ, জাতীয় শিশু ও কিশোর সংগঠন চাঁদের হাট যশোরের প্রাক্তন সাধারণ সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। বক্তব্য রাখেন যশোর উদীচী শাখার সভাপতি ও নববর্ষ উদযাপন কমিটির চেয়ারম্যান ডিএম শাহিদুজ্জামান, সহ-সভাপতি মাহবুবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান, উদীচী যশোরের নববর্ষ-১৪২৫ উদযাপন কমিটির সদস্য সচিব খোন্দকার রজিবুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন সহ-সভাপতি আমিনুর রহমান। বক্তারা বলেন, বিকেল ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করার সিদ্ধান্তটি গ্রহণযোগ্য নয়। আমরা সাংস্কৃতিক জাগরণের কথা বলছি। কিন্তু এ ধরনের সিদ্ধান্তের কারণে যে অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি তারা পরোক্ষভাবে লাভবান হচ্ছে। বক্তারা আরো বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। কারণ যত বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ততবেশি জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পাবে। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। রাইজিংবিডি/যশোর/১৩ এপ্রিল ২০১৮/বি এম ফারুক/সাইফ