সারা বাংলা

ভুয়া প্রশ্নপত্র দিয়ে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : চলতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার যুবকের নাম রনি সরকার (২০)। তিনি উপজেলার রাওথা গ্রামের কালাম সরকারের ছেলে। রোববার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর একটি দল। আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরীক্ষার্থীদের কাছে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করছিলেন রনি। এর বিনিময়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। তার ব্যাপারে তথ্য পেয়ে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ১৪টি সিমকার্ড, একটি মেমোরি কার্ড, দুটি কার্ড রিডার, একটি সিপিইউ, একটি মনিটর ও প্রশ্নপ্রত্র বিক্রির নগদ ১০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। র‌্যাব জানায়, আটকের পর তাকে র‌্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।

 

 

রাইজিংবিডি/রাজশাহী/১৬ এপ্রিল ২০১৮/তানজিমুল হক/বকুল