সারা বাংলা

‘চরিত্র হননে সরকারি দল সফল হবে না’

নিজস্ব প্রতিবেদক, খুলনা : নগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী লীগ সংবাদ ব্রিফিংয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। বিএনপি নেতাদের চরিত্র হননেন প্রক্রিয়ায় খুলনার নির্বাচনে সরকারি দল সফল হবে না। স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা খুলনা নগরী থেকে সবসময় জয়ী হয়েছেন।’ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন মঞ্জু। তিনি বলেন, ‘পৈত্রিক সূত্রে পাওয়া নগরীতে দুটি বাড়ি আছে আমার। বাড়ি ভাড়া ও আইনজীবী স্ত্রীর উপার্জিত অর্থে জীবনযাত্রা নির্বাহ হয়। পাশাপাশি দুটি সন্তান হাউজ টিউটর হিসেবে প্রতি মাসে অর্জিত অর্থ দিয়ে পড়াশোনার খরচ ও সংসারের একাংশের ব্যয়ভার বহন করে। পৌনে ৫ লাখ টাকা আমার বার্ষিক আয়।’ আওয়ামী লীগ নেতাদের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, গাড়ি কিনতে ২০ লাখ টাকা ঋণ নেন। কেসিসি নির্বাচনে প্রশাসন ও সরকার নিরপেক্ষ থাকবে, আশা প্রকাশ করে মঞ্জু বলেন, ‘বিগত দিনের তিনটি স্থানীয় সরকার নির্বাচনে সরকারি দলের কর্মীরা ভোট ডাকাতির অভিজ্ঞতা কাজে লাগাবেন না বলে বিশ্বাস করি।’ এ সময় দলের স্থানীয় নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, প্রাক্তন সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, আমির এজাজ খান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, জাফরুল্লাহ খান, শেখ মোশাররফ হোসেন, মনিরুল হাসান বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/খুলনা/১৮ এপ্রিল ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/সাইফুল