সারা বাংলা

তানোরে আদিবাসী বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর তানোরে চোনাই হেমব্রম (৬৫) নামের এক আদিবাসী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়া কামারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকেই মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তানোর থানার ওসি রেজাউল ইসলাম। ওসি বলেন, হেমব্রমের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। তাই নিশ্চিত হতেই ময়নাতদন্ত করা হচ্ছে মরদেহটির। তিনি জানান, নববর্ষ উপলক্ষে গত শনিবার রাতে চোলাই মদ পান করেন হেমব্রম। এ নিয়ে ছেলে হেমন্ত হেমব্রমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি হলে মাটিতে পড়ে যান হেমব্রম। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে বুধবার রাতে তাকে রামেক হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা হেমব্রমের মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রাইজিংবিডি/রাজশাহী/১৯ এপ্রিল ২০১৮/তানজিমুল হক/সাইফুল