সারা বাংলা

সীমান্তে ৯৯ পিস স্বর্ণালংকার ও ৭৫টি উট পাখির বাচ্চা জব্দ

সাতক্ষীরা সংবাদদাতা : ভারত থেকে অবৈধভাবে আনার সময় সাতক্ষীররা পৃথক দুটি সীমান্ত থেকে ৯৯ পিস স্বর্ণালংকার ও ৭৫টি উট পাখির বাচ্চা জব্দ করেছে বিজিবি। শনিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ও পদ্ম শাখরা সীমান্ত থেকে এগুলো জব্দ করা হয়। তবে, এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি। জব্দকৃত স্বর্ণের গহনার মধ্যে রয়েছে লকেটসহ ১১ পিস চেইন, ১১ জোড়া নাকফুল, ৭৭ পিস আংটি। এসব গহনার আনুমানিক মূল্য ২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা।  

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে সদর উপজেলার কুশখালী বিওপির টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের গহনাগুলো জব্দ করে। এছাড়া পদ্মশাখরা সীমান্ত থেকে ৭৫টি উটপাখির বাচ্চা জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত বাচ্চাগুলো প্রাণিসম্পদ অফিসে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

   

রাইজিংবিডি/২১ এপ্রিল ২০১৮/শাহীন গোলদার/এনএ