সারা বাংলা

খামারে প্রতিপক্ষের আগুনে মারা গেছে সহস্রাধিক মুরগি

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের রামপালে একটি পোল্ট্রি ফার্মে প্রতিপক্ষের দেওয়া আগুনে মারা গেছে সহস্রাধিক মুরগি। শনিবার গভীর রাতে রামপাল উপজেলার কদমদী গ্রামের হারুণ শেখের মেয়ে রেবেকা বেগমের পোল্ট্রি ফার্মে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা পোল্ট্রি ফার্মে আগুন দিয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। ক্ষতিগ্রস্ত রেবেকা বেগম জানান, গভীর রাতে মুরগির অতিরিক্ত ডাক-চিৎকারে ঘুম থেকে জেগে ঘরের বাইরে এসে দেখেন ফার্মে আগুন জ্বলছে। তাৎক্ষণিক গ্রামবাসী ছুটে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে খামারের অর্ধেক অংশ পুড়ে যায়। এ সময় আগুনের তাপে এক মাস বয়সের সহস্রাধিক মুরগির বাচ্চা মারা গেছে। তারা এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান। স্বামী পতিত্যক্তা রেবেকা বেগম বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এই পোল্ট্রি ফার্মটি গড়ে তুলেছিলেন বলে জানান। এলাকাবাসীও এ অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাইজিংবিডি/বাগেরহাট/২২ এপ্রিল ২০১৮/আলী আকবর টুটুল/সাইফুল