সারা বাংলা

পাবনায় গ্রাম আদালতে ৮০ শতাংশ মামলা নিষ্পত্তি

পাবনা প্রতিনিধি : পাবনার পাঁচটি উপজেলার ৩৭টি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এতে আট মাসে দায়ের করা মামলার ৮০ শতাংশ নিষ্পত্তি হয়েছে। ২০১৭ সালের জানুয়ারি থেকে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। একই বছরের জুলাই মাস থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আট মাসে প্রকল্পভুক্ত এলাকার গ্রাম আদালতে ১ হাজার ১৮২টি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে ১ হাজার ৭৫টি মামলা নিষ্পত্তি হয়েছে, যার শতকরা হার ৮০ ভাগ। এই সময়ে এই আদালতে ক্ষতিপূরণ বাবদ ৪৪ লাখ ৪৮ হাজার ৭৫৫ টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আদায় করে দেওয়া সম্ভব হয়েছে। পাশাপাশি জমি উদ্ধার হয়েছে ৩৩৪ দশমিক ৪৫ শতাংশ। বৃহস্পতিবার পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গ্রামীণ নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ‘গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক পরামর্শ সভায় এ সব তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ইউএনডিপি’র কমিউনিকেশন ও আউটরিচ স্পেশালিস্ট অর্পনা ঘোষ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান। সভায় জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, গ্রামে অনেক ছোটখাটো ঘটনা নিয়ে সাধারণ মানুষ প্রতিকার পেতে থানা বা আদালতে যান। যাতে সময় ও অর্থ ব্যয় হয়। এক্ষেত্রে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারেন গণমাধ্যমকর্মীরা।  সভায় জেলা প্রশাসক ঘোষণা দেন, পাবনায় গ্রাম আদালত পরিচালনায় যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবচেয়ে বেশি দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারবেন তাকে পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, প্রান্তিক এলাকার জনগণ গ্রাম আদালতের মাধ্যমে যাতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি করতে পারেন, সেজন্য গণমাধ্যমকে বিভিন্ন ইতিবাচক সংবাদ প্রচারে ভূমিকা রাখতে হবে। ইতিমধ্যে এখন পর্যন্ত দেশের আদালতে যে মামলাজট রয়েছে, তা শেষ করতে কমপক্ষে ৫০ বছর সময় লাগবে। দেশের প্রেক্ষাপটে গ্রাম আদালত ভালো বিচার মাধ্যম। এতে মামলাজট কমবে, জনভোগান্তি কমবে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ও স্থানীয় সরকার বিভাগের সহায়তায় পাবনা জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/পাবনা/২৬ এপ্রিল ২০১৮/শাহীন রহমান/বকুল