সারা বাংলা

বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি

বাগেরহাট প্রতিনিধি : ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ, এই স্লোগানে বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস-২০১৮ পালিত হচ্ছে। শনিবার সকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বাগেরহাট-খুলনা মহাসড়কের বাসস্ট্যান্ড মোড় ঘুরে পুনরায় আদালত চত্ত্বরে গিয়ে শেষ হয়। বাগেরহাট জেলা আইন সহায়তা কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মো. ফজলুল হকের নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন বাগেরহাট- ৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক আবু ইব্রাহীম, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নার্গিস বেগম, আইনজীবী সমিতির সভাপতি একে আজাদ ফিরোজ টিপু, সাধারন সম্পাদক আলতাফ হোসেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা। এর আগে বাগেরহাট আদালত চত্তরে আইন সহায়তা নিয়ে রূপান্তরের সহযোগিতায় একটি পটগান অনুষ্ঠিত হয়।

 

   

রাইজিংবিডি/বাগেরহাট/২৮ এপ্রিল ২০১৮/আলী আকবর টুটুল/এনএ