সারা বাংলা

জামায়াত-শিবিরের ৯ কর্মীসহ গ্রেপ্তার ১৪

সিলেট সংবাদদাতা : সিলেটের কানাইঘাট উপজেলায় ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নয়জন কর্মীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার গাছবাড়ী নারায়ণপুর আগফৌদ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও  জামায়াতে ইসলামীর বেশ কয়েকটি দাওয়াতি বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিলেট উত্তর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে ভোরে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে নয়জন সক্রিয় নেতা-কর্মীকে এবং পাঁচজন সমর্থককে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে ১১টি কিরিচ, ছোরা ও রামদা এবং ১১টি লোহার রড উদ্ধার করা হয়েছে। তাদের আগামীকাল মঙ্গলবার আদালতে চালান দেওয়া হবে। স্থানীয় একটি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন। রাইজিংবিডি/সিলেট/৩০ এপ্রিল ২০১৮/নোমান/বকুল