সারা বাংলা

শ্রমিকদের আশা-ভরসার স্থান আ.লীগ : চুমকি

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের জন্য সর্বদা কাজ করে গেছেন। তিনি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছেন। তার কন্যা শেখ হাসিনাও শ্রমিকদের প্রতি আন্তরিক হয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছেন। আওয়ামী লীগ সরকার মানেই শ্রমিকদের আশা-ভরসার স্থান। মঙ্গলবার দুপুরে উপজেলা শ্রমিক লীগ আয়োজিত মে দিবসের র‌্যালি শেষে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মেহের আফরোজ চুমকি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্থানীয়ভাবে অনেক কল-কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার শ্রমিক কাজ করছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার মনে করেন দেশের শ্রমিকরা ও তাদের পরিবার ভালো থাকলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। পরে প্রতিমন্ত্রী উপজেলার দরিদ্র শ্রমিক পরিবারের মাঝে ৩৫টি সেলাই মেশিন বিতরণ করেন। উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হামীমের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ. যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম তারিকুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। রাইজিংবিডি/কালীগঞ্জ(গাজীপুর)/১ মে ২০১৮/রফিক সরকার/সাইফ