সারা বাংলা

কেসিসিতে নাগরিক শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগর ভবনের দরজা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করে বলেছেন, তিনি মেয়র নির্বাচিত হলে নাগরিকদের ইচ্ছায় সিটি করপোরেশন পরিচালিত হবে। নাগরিক শাসনভিত্তিক জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রতিষ্ঠান গড়ে তুলতে তিনি নগরবাসীর সমর্থন ও রায় প্রত্যাশা করেন। আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর কাঙ্ক্ষিত উন্নয়ন বুঝে নিতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও নগরবাসীর সঙ্গে বিনিময়কালে মেয়র প্রার্থীরা এই আহ্বান জানান। ২৭নং ওয়ার্ডের বাগমারা ব্রিজ, মিস্ত্রিপাড়া বাজারসহ সংলগ্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন  মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, নগরীতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় শাসক দলের মনে ভীতির সঞ্চার হয়েছে। নিশ্চিত পরাজয় জেনে তারা যেনতেন উপায়ে নৌকা মার্কাকে ভোটে জেতাতে চায়। তিনি বলেন, পুলিশ ও দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে ধানের শীষের কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। অভিযান চালিয়ে গ্রেপ্তার এবং বাড়ি ছাড়া করা হচ্ছে। হামলায় আহত করে আবার মিথ্যা মামলার আসামি করা হচ্ছে। প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের বাধ্য করা হচ্ছে নৌকার পক্ষে কাজ করতে। এ সব ঘটনা প্রমাণ করছে, এই সরকার ও শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশে নির্বাচন হতে পারে না। তিনি বলেন, যারা মনে করছে হামলা চালিয়ে, মামলা দিয়ে, গণগ্রেপ্তার করে বিএনপির কর্মীদের মাঠ ছাড়া করবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। সিটি নির্বাচনের ভোটের ফলাফল বুঝে না নিয়ে বিএনপির একজন কর্মীও ঘরে ফিরবে না। গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা ওহেদুজ্জামান দীপু, সাবেক এমপি কাজী আলাউদ্দিন আলী, বিজেপি সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু প্রমুখ। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, সিটি করপোরেশনের বয়সের অধিকাংশ সময়জুড়ে বিএনপির মেয়র থাকলেও নগরীর কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। উন্নয়নের জন্য নগরবাসী আজ ঐক্যবদ্ধ। শহরজুড়ে নৌকা প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, নৌকার গণজোয়ার দেখে বিএনপি আজ দিশেহারা। পরাজয়ের ভয়ে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাই বিএনপির অপপ্রচারে কান না দিয়ে দলমতের ঊর্ধ্বে নৌকা প্রতীকে ভোট দিয়ে নগরীর কাঙ্ক্ষিত উন্নয়ন বুঝে নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবার নগরীর দৌলতপুরস্থ ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। তিনি দৌলতপুর মহসিন মোড় থেকে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর দৌলতপুর কাঁচাবাজার, পাইকারি বাজার, মাছ বাজার, রেললাইনসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাসদের সভাপতি রফিকুল ইসলাম খোকন, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, দৌলতপুর থানা সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পদক শহীদুল ইসলাম বন্দ, আলহাজ্ব শেখ মজনু, শাহীন জামাল পন, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হারুন অর রশীদ প্রমুখ। আগামী ১৫ মে খুলনা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। রাইজিংবিডি/খুলনা/৪ মে ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল