সারা বাংলা

আদনানকে সংশোধনাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী তাশফিয়া আমিনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেপ্তার স্কুলছাত্র আদনানের ১০ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রিমান্ডের পরিবর্তে আদনানকে গাজীপুর কিশোর সংশোধনাগারের তত্ত্বাবধায়কের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও ভারপ্রাপ্ত শিশু আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস। আজ রোববার বিকেলে রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন আদালত। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী আদনানের রিমান্ড নামঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আদালত আদনানকে কিশোর সংশোধনাগারে তত্ত্বাবধায়কের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর রহস্যজনকভাবে নিখোঁজ হন তাশফিয়া আমিন। এ দিন সন্ধ্যা পর্যন্ত তাশফিয়া তার বন্ধু আদনানের সঙ্গে ছিল। পর দিন সকালে পতেঙ্গা থানার নেভাল সড়কের ১৮ নম্বর ঘাট এলাকায় পাথরের উপর থেকে তাশফিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর আদনানকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় পতেঙ্গা থানায় আদনানসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন তাশফিয়ার বাবা মোহাম্মদ আমিন। রাইজিংবিডি/চট্টগ্রাম/০৬ এপ্রিল ২০১৮/রেজাউল/বকুল