সারা বাংলা

৭০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে ৭০ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার ও একটি মিনি ট্রাক জব্দ করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি)  দামকুড়া থানা পুলিশের একটি দল বৃন্দারামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের কৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা আফসার (৩০), রাজশাহীর গোদাগাড়ীর ফুলবাড়ী গ্রামের বাইতেল আতিক (৩২) এবং আরএমপির দামকুড়া থানার বিন্দারামপুর গ্রামের জিয়া (৩৫)। সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, রাত আড়াইটায় বৃন্দারামপুর এলাকায় বিপুল পরিমাণ গাঁজা সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন মিনি ট্রাকে  নিয়ে যাওয়ার সময় উদ্ধার করা হয়। এ সময় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য সাত লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। রাইজিংবিডি/রাজশাহী/১২ মে ২০১৮/তানজিমুল হক/বকুল