সারা বাংলা

‘মুক্তিযোদ্ধা কোটা কমতে পারে’

কুষ্টিয়া সংবাদদাতা : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কোটা পদ্ধতির মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারি চাকরি পাওয়ার নিশ্চয়তা ছিল। কোটা সংস্কারের দাবির প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটা কিছুটা কমতে পারে। আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রশিদুল আলমের নামে ভেড়ামারা-প্রাগপুর সড়ক এবং ভেড়ামারা মহিলা কলেজের দ্বিতল ভবন নামকরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধার সন্তানরা দেশের সম্মানজনক পদে যাতে চাকরি পায়, সেই বিষয়টি ভাবছে সরকার। মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। মুক্তিযোদ্ধারা নিজের জীবনবাজি রেখে দেশ স্বাধীন করেছেন। তাদের এবং তাদের সন্তানদের সরকার মূল্যায়ন করতে চায়। বীরমুক্তিযোদ্ধা রশিদুল আলম আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফের বড় ভাই। আলোচনায় অংশ নেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল প্রমুখ। রাইজিংবিডি/কুষ্টিয়া/১২ মে ২০১৮/কাঞ্চন কুমার/বকুল