সারা বাংলা

কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট

কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের যানজট পরিস্থিতি উন্নতির দিকে। বৃহস্পতিবার সকালে দাউকান্দি এলাকার গৌরিপুর থেকে মেঘনা গোমতি সেতুর টোলপ্লাজা পর্যন্ত যানজট ১০ কিলোমিটারে নেমে এসেছে। গতকাল বুধবার মধ্যরাত পর্যন্ত এই এলাকায় গড়ে ২০ কিলোমিটার ঢাকামুখী রুটে যানজট ছিল। রমজানকে কেন্দ্র করে অধিকসংখ্যক পণ্যবাহী গাড়ি একসাথে টোলপ্লাজা এলাকায় এসে জড়ো হওয়ায় এ যানজট তীব্র আকার ধারণ করছে। তবে যানবাহনগুলো থেমে থেমে ঢাকার দিকে যাচ্ছে। বুধবারের মতো আজও মহাসড়কে পণ্যবাহী ভারী যানবাহনের সংখ্যা বেশি। মেঘনা-গোমতী সেতুটি ঢালু হওয়া পণ্যবাহী ভারী গাড়ি সেতু পার হতে ধীর গতি হয়ে যায়, যে কারণে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলে যানজটের তৈরি হয়। এছাড়া ধীর গতির টোল আদায় ও চারলেনের মহাসড়ক থেকে দুই লেনের সেতু পার হতে গিয়েও এই সমস্যার সৃষ্টি হয়। অন্যদিকে রমজানকে সামনে রেখে মহাসড়কে বাড়তি যানবাহনের চাপও রয়েছে। দাউদকান্দিতে দ্বিতীয় মেঘনা-গোমতি সেতু, মুন্সীগঞ্জে দ্বিতীয় মেঘনা সেতু ও নারায়ণগঞ্জে দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজ চলছে।  দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মহাসড়কে পণ্যবাহী গাড়ির অতিরিক্ত চাপ আর বৃহস্পতিবার সকালে ভবেরচর এলাকায় সড়ক দুর্ঘটনার কারণে দাউদকান্দি ব্রিজ দিয়ে ধীরগতিতে গাড়ি পারাপার হচ্ছে। তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। রাইজিংবিডি/কুমিল্লা/১৭ মে ২০১৮/জাহাঙ্গীর আলম ইমরুল/সাইফ