সারা বাংলা

রক্তাক্ত যুবককে সাহায্য না করে ভিডিও করছিল লোকজন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানার মোহরা কামাল বাজার এলাকায় দুর্বৃত্তরা গলা কেটে দিলে রক্তাক্ত যুবককে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পরিবর্তে মোবাইলফোনে ভিডিও ধারণ করতে থাকে। মোহাম্মদ আরাফাত (২০) নামের ওই যুবককে সোমবার রাত সোয়া ৮টার দিকে প্রকাশ্যে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে এই যুবককে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। নিহত আরাফাত কামাল বাজার এলাকার জনৈক মোহাম্মদ হোসেনের পুত্র। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বশর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত আরাফাতকে ঘিরে ধরে গলায় ছুরি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এই সময় আরাফাত একটি মার্কেটের সিঁড়ির কাছে লুটিয়ে পরে থাকে। প্রচণ্ড রক্ষক্ষরণ হতে থাকলে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে মোবাইলফোনে ভিডিও ধারণ করতে থাকে। বেশ কিছু সময় পর টহলরত পুলিশের একজন কর্মকর্তা এগিয়ে এসে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাইজিংবিডি/চট্টগ্রাম/২২ মে ২০১৮/রেজাউল/সাইফুল