সারা বাংলা

আশুলিয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকার আশুলিয়ায় পুলিশের সাথে গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশ প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি। বুধবার ভোররাত ৩টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাঙ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, এক দল ডাকাত মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গেল সোমবার রাত সাড়ে ৯টার দিকে একই স্থানে ডাকাতির চেষ্টকালে পুলিশের সাথে গোলাগুলিতে গুলিবিদ্ধ অবস্থায় আটক হয় অপর এক ডাকাত। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাইজিংবিডি/সাভার/৩০ মে ২০১৮/সাফিউল ইসলাম সাকিব/সাইফুল