সারা বাংলা

তানোর পৌরসভায় বকেয়া বেতনের দাবিতে কর্মচারীদের তালা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর তানোর পৌরসভায় বকেয়া বেতনের দাবিতে কর্মচারীরা মূল ফটকে তালা দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। তানোর পৌরসভা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ৬ মাস থেকে বেতন-ভাতা না পেয়ে আমরা পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে রয়েছি। বিষয়টি সম্পর্কে মেয়রকে তাগাদা দেওয়া হলেও তিনি তা আমলে নেন না। সামনে ঈদ। যদি আমাদের বেতন-ভাতা পরিশোধ না করা হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমিতির সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, অহেদুজ্জামান বাবু, আনারুল ইসলাম, কাজিম উদ্দীন, ওমর আলী, বিমল চন্দ্র প্রামানিক, নূরজাহান, মামুনুর অর রশীদ প্রমুখ। এ ব্যাপারে বক্তব্যের জন্য তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। রাইজিংবিডি/রাজশাহী/৩ জুন ২০১৮/তানজিমুল হক/মুশফিক