সারা বাংলা

চট্টগ্রামে বৃষ্টিতে জলাবদ্ধতা, ঈদ-বাজারে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে শনিবার বিকেলে প্রবল বর্ষণে নগরীর বিভিন্নস্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগের পড়েছে ঈদের বাজারের ক্রেতা-বিক্রেতারা। বিভিন্নস্থালে জলাবদ্ধতার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। বিকেল ৪টা থেকে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্নস্থালে প্রবল বর্ষণ শুরু হয়। বিকেল সোয়া ৫টা পর্যন্ত টানা বর্ষণে নগরীর চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার, দুই নম্বরগেটসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরীর রিয়াজউদ্দিন বাজারের পোশাকের দোকানের বিক্রেতা সালাউদ্দিন শূভ রাইজিংবিডিকে জানান, প্রবল বর্ষণের ফলে রিয়াজউদ্দিন বাজার আমতলা এবং বাজারের অভ্যন্তর হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। ব্যস্ততম বাজারে ঈদের শপিংয়ে গিয়ে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন ক্রেতারা। দুর্ভোগের শেষ নেই বিক্রেতাদেরও। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বেচা-বিক্রি বন্ধ হয়ে গেছে। রিয়াজউদ্দিন বাজারে পোশাক কিনতে আসা নাজনীন ইউসুফ রাইজিংবিডিকে বলেন, বৃষ্টি আর জলাবদ্ধতায় তাদের দুর্ভোগের শেষ নেই। রিয়াজউদ্দিন বাজারে কিছু পোশাক কিনতে এসে দুর্ভোগের মুখে পড়েছেন। জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে দুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/৯ জুন ২০১৮/রেজাউল/বকুল