সারা বাংলা

বেতনের দাবিতে রাসিক কর্মচারিদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বকেয়া বেতনের দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কর্মচারিরা বিক্ষোভ করেছে। সোমবার সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে কর্মসূচি পালিত হয়। এ সময় কর্মচারিরা ঈদের আগেই মে মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। বিক্ষোভ চলাকালে রাসিক কর্মচারি ইউনিয়নের সভাপতি দুলাল শেখ বলেন, দুর্নীতি গ্রাস করেছে রাসিককে। এর ফলে কর্মচারিদের বেতন মাসের পর মাস বকেয়া থাকছে। এখন আন্দোলন না করা পর্যন্ত কোনো মাসের বেতন হচ্ছে না। মঙ্গলবারের মধ্যে মে মাসের বেতন পরিশোধের সুনির্দিষ্ট ঘোষণা না এলে রাসিকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় হবে বলে ঘোষণা দেন তিনি। বিষয়টি নিয়ে কথা বলার জন্য রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি তা ধরেননি। তাই এই ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি। রাইজিংবিডি/রাজশাহী/১১ জুন ২০১৮/তানজিমুল হক/বকুল