সারা বাংলা

হাতকড়া নিয়েই ঘুমিয়ে পড়লেন প্রকৌশলী!

বরগুনা সংবাদদাতা: হাতকড়া পড়া অবস্থাতেই অফিসকক্ষে ঘুমিয়ে পড়লেন বরগুনায় সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী শামসুল শাহরিয়ার ভুইয়া। ঘুষের টাকাসহ বরগুনা সওজ’র এই প্রকৌশলীকে সোমবার বিকেলে দুদকের একটি দল হাতে নাতে আটক করে। তাকে থানায় সোপর্দ করার আগে হাতকড়া পড়া অবস্থাতেই ঘুমিয়ে পড়তে দেখা যায়।  

দুদক পটুয়াখালীর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, এক কোটি টাকার একটি কাজের বিল পাশ করিয়ে দেয়ার বিনিময়ে বরগুনা সওজ’র উপ বিভাগীয় প্রকৌশলী একজন ঠিকাদারের কাছ থেকে মোটা অংকের ঘুষ নিয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে দুদক পটুয়াখালীর একটি দল বরগুনা সদর থানা পুলিশের সহায়তায় ওই প্রকৌশলীর কার্যালয়ে তল্লাশি চালিয়ে আলমারি থেকে সাড়ে চৌদ্দ লাখ টাকা উদ্ধার করে। এ সময় ওই প্রকৌশলীকে টাকা কোথায় পেয়েছে জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেননি।  বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, দুদক বাদি হয়ে সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার আলমের বিরুদ্ধে দূর্ণীতির আশ্রয় নিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে বরগুনা সদর থানায় একটি মামলা  দায়ের করেছেন। রাইজিংবিডি/বরগুনা/১২ জুন ২০১৮/রুদ্র রুহান/টিপু