সারা বাংলা

ট্রেনের টিকিট কালোবাজারি, সাজা পেলেন দুই বোন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : ট্রেনের টিকিট কালোবাজারির অপরাধে এবার রাজশাহীতে দুই বোন সাজা পেলেন। এরা হলেন- নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর মহল্লার নজরুল ইসলামের স্ত্রী সুমনা আক্তার (৩৫) ও মতিহার থানার তালাইমারী শহীদ মিনার এলাকার কাইয়ুম আলীর স্ত্রী সুমি খাতুন (৩২)। সম্পর্কে এরা আপন বোন। এই দুই বোন কালোবাজারে টিকিট বিক্রি সিন্ডিকেটের হয়ে কাজ করছিলেন। টিকিট বিক্রিকালেই রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করে র‌্যাব-৫ এর একটি দল। বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মামনুন আহমেদ অনীক তাদের প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। সহকারী কমিশনার মামনুন আহমেদ অনীক জানান, দন্ডপ্রাপ্ত দুই নারীর কাছ থেকে আটটি টিকিট উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তাদের বড় ভাই কালোবাজারে টিকিট বিক্রি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। তার মাধ্যমেই তারা দুই বোন কালোবাজারিতে জড়িয়েছেন। রাইজিংবিডি/রাজশাহী/১৪ জুন ২০১৮/তানজিমুল হক/টিপু