সারা বাংলা

বগুড়ায় মাদক মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় রেজাউল করিম ওরফে ডিপজল (৩৮) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শহরের মালগ্রাম ছিলিমপুর নতুন বাইপাস এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, নিহত ব্যক্তি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। দুর্বৃত্তদের গোলাগুলিতে ওই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। জেলার অতিরিক্তি পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই এলাকায় গোলাগুলি হচ্ছে, এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের কয়েকটি টহল টিম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্রুত সেখানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ পড়ে থাকতে দেখা যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত উদ্ধার করে শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, নিহত ডিপজল শহরের মালগ্রাম উত্তরপাড়ার আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় মাদক, অস্ত্র বিশেষ ক্ষমতা আইনেসহ মোট ১০টি মামলা রয়েছে। ২০১৭ সালের ৮ মার্চ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যকে কর্তব্যরত অবস্থায় তিনি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছিলেন। তিনি এলাকায় মাদক সম্রাট নামে সর্বাধিক পরিচিত। রাইজিংবিডি/বগুড়া/১৫ জুন ২০১৮/এ কে আজাদ/সাইফুল