সারা বাংলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিন্ন চিত্র, নেই যানজট

কুমিল্লা প্রধিনিধি : ঈদের আর মাত্র এক দিন বাকি। অন্যান্য বছরের মতো এ বছরও দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহসড়কে যানজট নিয়ে শঙ্কা থাকলেও বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই তেমন যাত্রীবাহী যানবাহনের ভিড়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লা জেলা ও হাইওয়ে পুলিশ রাস্তায় কাজ করছে।

 

ঈদের তিন দিন আগে এই ফোর লেন সড়কে যাত্রীবাহী যানবাহনের চাপ সামাল দিতে পণ্যবাহী যানবাহন বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত থাকলেও বাস্তবে পণ্যবাহী যাবনাহন চলাচল করতে দেখা গেছে, তবে এতে যানজটে কোনো প্রভাব পড়েনি। শুক্রবার সকালে দেখা যায়, ব্যস্ততম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা পর্যন্ত এলাকায় রাস্তা ছিল অনেকটাই ফাঁকা। তবে দাউদকান্দি টোলপ্লাজায় কিছুটা টোল আদায়ে বিলম্ব হওয়ায় মাঝেমধ্যে যানচলাচলে সামান্য ধীরগতি লক্ষ করা গেছে। সব মিলিয়ে রাস্তায় যানজট মুক্ত চলাচল করতে পেরে খুশি যাত্রীরা। রাইজিংবিডি/কুমিল্লা/১৫ জুন ১৮/জাহাঙ্গীর আলম ইমরুল/সাইফুল