সারা বাংলা

বরিশালের কয়েক গ্রামে ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল জেলার সাড়ে তিন হাজার পরিবার প্রতি বছরের মতো সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করছে।  শুক্রবার সকাল সাড়ে ৯টায় নগরীর ২৩নং ওয়ার্ডে তাজকাঠি জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ ময়দানে কাদেরিয়া, চিশতিয়া তরিকার অনুসারীদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ আবদুল আলীম। বরিশাল নগরীরর চৌধুরী বাড়ি শাহ মমতাজিয়া জামে মসজিদ এবং গৌরনদী উপজেলার সড়িকল গ্রামের আকন বাড়ি, বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি ও আফালকাঠি গ্রামে, বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠি গ্রামের সরোয়ার খলিফার বাড়ি, কেদারপুর গ্রামের আ. মন্নান হাওলাদারের বাড়ি, খানপুরা গ্রামের জাহাঙ্গীর  সিকদারের বাড়ি, মুলাদী উপজেলার বদরটুনির দরবার শরীফ গ্রামের মাধবপাশার সাদেক দুয়ারির বাড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশ শাহ সুফি দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে আসছে।

   

রাইজিংবিডি/বরিশাল/১৫ জুন ২০১৮/জে. খান স্বপন/বকুল