সারা বাংলা

সাগরে মাছ ধরতে গিয়ে ২০ জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছে চট্টগ্রামের ২০ জেলে। উত্তাল সমুদ্রে ট্রলার ডুবিতে তারা নিখোঁজ হয়েছে বলে জেলেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন। নিখোঁজ জেলেরা সবাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকার জলদাশ পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। গত ১০ দিন পূর্বে ওই জেলেরা এফবি জহরলাল নামের একটি ফিশিং ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পর তারা নিখোঁজ হয়েছে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন জেলেদের নিখোঁজ হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, জেলেদের পরিবারের সদস্যদের মাধ্যমে আমরা জানতে পেরেছি গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া ২০ জন জেলের খোঁজ মিলছে না। এ ব্যাপারে কোস্টগার্ডকেও জানানো হয়েছে। পুলিশ ও কোস্টগার্ডের পক্ষ থেক্ষে উপকূলীয় এলাকায় নিখোঁজ জেলেদের সন্ধান করা হচ্ছে। তবে সুনির্দিষ্টভাবে কত তারিখ এবং সমুদ্রের কোন এলাকায় এই জেলেরা নিখোঁজ হয়েছে এ ব্যাপারে জানা সম্ভব হয়নি।

       

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৯ জুন ২০১৮/রেজাউল/মুশফিক