সারা বাংলা

নারী ক্রিকেটারদের জন্য মাইক্রোবাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে অনুশীলনরত নারী ক্রিকেটারদের জন্য অবশেষে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসের ব্যবস্থা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার সকালে ও বিকালে এবং আজ বুধবার সকালে এশিয়াকাপ জয়ী নারী ক্রিকেটাররা চট্টগ্রামের সিটি সার্ভিসের লোকাল বাসে স্টেডিয়ামে অনুশীলন করতে যায়। এ নিয়ে রাইজিংবিডিসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সমালোচনার ঝড় ওঠে। এরপর বিকেলে নারী ক্রিকেটারদের জন্য জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে নগরীর স্টেশন রোডে হোটেল টাওয়ার ইনে ফেরার পথে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসের ব্যবস্থা করা হয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারি খান রুবেল জানান, নারী ক্রিকেটারদের জন্য মাইক্রোবাসে যাতায়তের প্রয়োজনীয় ব্যবস্থা করেছে বিসিবির লজিস্টিক বিভাগ। আগামীকাল বৃহস্পতিবার নারী ক্রিকেটদলের চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে। গত ১৮ জুন এশিয়া কাপ জয়ী নারী ক্রিকেটারা চট্টগ্রামে অনুশীলন করতে আসেন।

       

রাইজিংবিডি/চট্টগ্রাম/২০ জুন ২০১৮/রেজাউল/বকুল