সারা বাংলা

নকল ধান বীজে প্রতারিত কৃষক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নকল ধান বীজে সয়লাব বীজ বিক্রয় কেন্দ্রগুলো। প্রতারিত কৃষকদের এমন অভিযোগের সত্যতা খুঁজতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জেলার মিরপুর উপজেলার চিথলিয়া ইউয়িনের সিয়াম ট্রেডার্সের বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা করেছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ সঙ্গীয় অভিযানিক দলের সদস্য নিয়ে ঘটনাস্থল সিয়াম ট্রেডার্স থেকে উচ্চ ফলনশীল ‘ধানী গোল্ড’ ব্রান্ড নামীয় নকল ধান উদ্ধার করে গুদামের মালিক সোহেল আলীকে এই জরিমানা করেন। এ সময় সেখানে মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মিরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ জানান, আসন্ন আমন মৌসুমকে টার্গেট করে কিছু অসাধু বীজ বিক্রেতা ভারতীয় বায়ার ক্রপ নামের একটি কোম্পানির আমদানিকৃত ‘ধানী গোল্ড’ ব্রান্ড নামধারী প্যাকেটজাত নকল ধান বীজ বাজারজাত করে কৃষকদের প্রতারিত করছিল- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে চালিয়ে উপজেলার চিথলিয়া বাজারের ব্যবসায়ী সোহেল আলীর গুদাম থেকে নকল বীজ উদ্ধারসহ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও সেখান থেকে নকল দস্তা সার উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে। তিনি উল্লেখ করেন, নকল সার ও বীজ বিক্রয়ের অপরাধে সিয়াম ট্রেডার্সের সত্বাধিকারী সোহেল আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ধারা মোতাবেক ভেজাল পণ্য বিক্রয়ের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক কৃষক অভিযোগ করেন, ব্যবসায়ী সোহেল দীর্ঘদিন ধরেই নকল বীজ ও সার বিক্রি করে চাষীদের সাথে প্রতারণা করে আসছিল। ভারতীয় বায়ার ক্রপ নামের একটি কোম্পানির ধানী গোল্ড জাতের প্যাকেটের মোড়ক তৈরি করে বাজারজাত করছিল সিয়াম ট্রেডার্সের মালিক। এ বিষয়ে কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ জানান, বীজ ব্যবসায়ীরা যেন কৃষকদের সাথে প্রতারণা করতে না পারে সেজন্য কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ নিম্নমানের বীজ বিক্রি করে কৃষকদের প্রতারিত করলে বিধি লংঘনের দায়ে শাস্তি দেওয়া হবে। কৃষকরা যেন ভেজাল বীজ কিনে প্রতারিত না হয়, সেজন্য বীজ প্রত্যায়ন কর্মকর্তা এসব মনিটরিং করবে বলেও জানান তিনি। এরপর ভেজাল এবং নিম্নমানের বীজ বিক্রির অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাইজিংবিডি/কুষ্টিয়া/২৩ জুন ২০১৮/কাঞ্চন কুমার/মুশফিক