সারা বাংলা

ফেনীর পরশুরামে পাহাড়ি ঢল, ফের ১৫ গ্রাম প্লাবিত

ফেনী প্রতিনিধি : বন্যার রেশ কাটিয়ে না উঠতেই ফেনীর পরশুরামে ফের ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। রোববার রাতে ভারি বৃষ্টি এবং পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, চলতি মাসের ১৩ মে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী ও কহুয়া নদীর ১৪টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ২৫টি গ্রাম প্লাবিত হয়। পানি নেমে যাওয়ার পরও বাঁধগুলো সংস্কার না করায় রোববার রাতে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বেড়ে ফের গ্রামগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। সোমবার ভোর থেকে ভাঙা বাঁধগুলো দিয়ে পানি প্রবেশ করে পরশুরাম উপজেলার দুর্গাপুর, রামপুর, রতনপুর, চিথলিয়া, জয়পুর, ঘনিয়ামোড়া, সাতকুচিয়া, নোয়াপুর, অলোকা, শালধর, কুন্ডেরপাড়, মালিপাথর ও নীলক্ষ্মীসহ অন্তত ১৫ গ্রাম প্লাবিত হয়। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান উদ্দিন মুরাদ বন্যার পানিতে নতুন করে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রাইজিংবিডি/ফেনী/২৫ জুন ২০১৮/সৌরভ পাটোয়ারী/মুশফিক