সারা বাংলা

বরিশালে মেয়র পদে ৮ জনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি, বাসদ, খেলাফত মজলিস মনোনীত আটজন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। জাতীয় পার্টির একজন বিদ্রোহী প্রার্থীও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তিনি মনোনয়নপত্র জমা দেননি। ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৪ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ জন প্রার্থী পূর্বে ঘোষিত তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। গত ৩০ মে নির্বাচন কমিশন ঘোষিত বরিশালসহ তিনটি সিটি নির্বাচনের তফসিল অনুযায়ী আজ ২৮ জুন ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সাদিক আবদুল্লাহ, বিএনপি মনোনীত সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টি মনোনীত ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট এ কে আজাদ, বাসদের ডা. মনিষা চক্রবর্তী, খেলাফত মজলিসের এ কে এম মাহাবুব এবং জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী বশির আহম্মেদ ঝুনু মনোনয়নপত্র জমা দেন। বেলা ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ উপস্থিত সাংবাদিকদের বলেন, আলাদা করে তার নির্বাচনী ইশতেহার নেই। সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতেই মানুষ নৌকা মার্কায় ভোট দেবে বলে প্রত্যাশা করেন সাদিক। দুপুর আড়াইটার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরেয়ার বলেন, সরকার তার প্রয়োজনে সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য হবে। বরিশাল সিটির ভোটে অনিয়ম হলে তার সমূদয় দায়ভার সরকারকে নিতে হবে। আগামী ১ ও ২ জুলাই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই এবং চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ জুলাই। ৩০ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বরিশার সিটি কর্পোরেশন নির্বাচনে এবার ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন। রাইজিংবিডি/বরিশাল/২৮ জুন ২০১৮/জে.খান স্বপন/বকুল