সারা বাংলা

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট গ্রহণএকটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগ থেকে মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, কৃষক শ্রমিক জনতালীগ থেকে রাহাত হাসান টিপু ও বিএনপি থেকে এনামুল করিম অটল প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় বিএনপি থেকে  অবশ্য এনামুল করিম অটলের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপুকে সমর্থন দেওয়া হয়েছিল। তবে অটল নির্বাচন থেকে সরে দাঁড়াননি। নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ১০ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে ১০ জন, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ৫৩ জন, ও পোলিং অফিসার হিসেবে ১০৬ জন দ্বায়িত্ব পালন করছেন। ১০টি কেন্দ্রের মাঝে ছয়টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুকিপূর্ণ কেন্দ্রগুলো হলো- বাসাইল উত্তরপাড়া মনিরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, বালিনা খোরশেদ ফজিলাতুন দাখিল মাদ্রাসা, বাসাইল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাক্ষণপাড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে  ২৩৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ৫টি মোবাইল টিম, একটি কিউআরটি টিম ও একটি স্ট্যান্ডবাই ডিউটি টিম রয়েছে। এছাড়া, ১৪০ জন আনসার সদস্যও রয়েছে। একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি এক প্লাটুন বিজিবি ও র‌্যাবের তিনটি টিম দায়িত্ব পালন করছে। এদিকে ,  সকাল ৯টার দিকে ব্রাক্ষণপাড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অপ্রাপ্তবয়স্ক শিশুদের দিয়ে জালভোট দেওয়ার চেষ্টা করায় কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়।

   

রাইজিংবিডি/টাঙ্গাইল/৩০ জুন ২০১৮/শাহরিয়ার সিফাত/শাহেদ