সারা বাংলা

হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় দেন। এ রায় ঘোষণার সময় আসামি লিয়াকত আলী পলাতক ছিলেন। লিয়াকত আলী মিরপুর উপজেলার আমলা-সদপুর গ্রামের বাদশা মিস্ত্রির ছেলে। আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৪ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে রহিমা খাতুনকে (৩০) তার স্বামীর বাড়িতে হত্যা করা হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পরের দিন কুষ্টিয়ার মিরপুর থানায় বাবা আব্দুল করিম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন গিয়াস উদ্দিন এবং সরকারিপক্ষের আইনজীবী  পিপি আকরাম হোসেন দুলাল। রাইজিংবিডি/কুষ্টিয়া/৫ জুলাই ২০১৮/কাঞ্চন কুমার/বকুল