সারা বাংলা

হাজার ঔষধি বৃক্ষরোপণ করবে চিটাগাং অ্যারিস্টোক্র্যাট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এবার বর্ষা মৌসুমে জলবায়ু পরিবর্তনজনিত সুরক্ষায় হাজার ঔষধি বৃক্ষরোপণ ও বিতরণ করবে রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্র্যাট। পুরো মাস জুড়েই চলবে এই কার্যক্রম। চট্টগ্রাম নগরীর কসমোপলিটন আবাসিক এলাকায় শনিবার এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে ক্লাব সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট জোবাইর হোসেন শিবলু বলেন, ‘এটি আমাদের একটি ধারাবাহিক প্রজেক্ট। পর্যায়ক্রমে পুরো মাস জুড়ে হাজার বৃক্ষরোপণ এবং বিতরণ করা হবে। জলবায়ু পরিবর্তন সুরক্ষার জন্য বৃক্ষরোপণ অতীব প্রয়োজন এবং বর্ষামৌসুম বৃক্ষরোপণের উত্তম সময়।’ অনুষ্ঠানে ক্লাব সভাপতি সকলকে বৃক্ষরোপণে অংশ নেওয়ার অনুরোধ জানান । এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, প্রাক্তন সভাপতি রোটারিয়ান প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, সহ-সভাপতি নাজমুল বিন আবেদীন রোবায়েত, মো. মাসুদ মোরশেদ, সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ ইমরান, কোষাধ্যক্ষ এস.এম. মুহিবুর রহমান, ডিরেক্টর সাদমান সাইকা সেফা, সরজ বড়ুয়া, নোমান বিন জহির উদ্দিন এবং হাবিবুর রহমান। রাইজিংবিডি/চট্টগ্রাম/৮ জুলাই ২০১৮/রেজাউল/টিপু