সারা বাংলা

বিদ্যালয়ের ছাদের পলেস্তারা ধসে ২ ছাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে বিদ্যালয়ের পুরাতন ভবনের ছাদের পলেস্তারা ধসে মাথায় পড়ে দুই ছাত্রী গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে নগরীর মুন্সিপাড়ার মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত নবম শ্রেণীর ছাত্রী জেসমিন আক্তার ও শাহানা আক্তারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের লোকজন ও কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।  বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন নাহার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অর্ধবার্ষিক পরীক্ষার শারীরিক শিক্ষা পরীক্ষা চলছিল। দায়িত্বরত শিক্ষিকা কক্ষে অবস্থান করে পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষা শেষের দিকে হঠাৎ করে ছাদের পলেস্তারা ধসে পড়ে। ভাগ্যক্রমে সেখানে মাত্র দুইজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল।  পলেস্তারা খসে জেসমিন আক্তার ও শাহানা আক্তারের মাথায় পড়লে তারা গুরুতর আহত হয়। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামসুজ্জোহা জানান, ভবনের ছাদের রডের টেম্পার নষ্ট হয়ে যাওয়ার পরেও সেখানে সিমেন্ট দিয়ে মেরামত করা হয়েছিল। যার ফলে ছাদের ৮০-১০০ বর্গফুট আয়তন অংশ থেকে পলেস্তারা ধসে পড়ে।

 

 

রাইজিংবিডি/রংপুর/৮ জুলাই ২০১৮/নজরুল মৃধা/বকুল