সারা বাংলা

রংপুরে বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাতির একাধিক মামলার আসামি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রংপুর মহানগরীর হাজিরহাট এলাকায় এ বন্দুকযুদ্ধ ঘটে। এ সময় দুই পুলিশ কর্মকর্তাসহ আট পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল ও দুটি দেশীয় ছোরা উদ্ধার করেছে পুলিশ। নিহত ডাকাত বেলাল হোসেন উত্তম বেতারপাড়ার মৃত ইসহাক ওরফে আতার পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে রংপুর মহানগরীর হাজিরহাট পাগলাপীরগামী সড়কের পাশে মেজরের গলির তেলির ব্রিজ সংলগ্ন এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সমবেত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা পাঁচ থেকে ছয় রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। ঘটনাস্থলেই একাধিক ডাকাতি, হত্যা ও ছিনতাই মামলার পলাতক আসামি বেলাল হোসেন (৪০) নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে। রংপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. মোখতারুল আলম বিষয়টি নিশ্চিত করেন বলেন, ‘নিহত বেলালের বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ ১৮টি মামলা আছে।’

 

 

রাইজিংবিডি/রংপুর/১০ জুলাই ২০১৮/নজরুল মৃধা/সাইফুল