সারা বাংলা

খুলনায় কোটি টাকার চিংড়ি পোনা ও কচ্ছপ জব্দ

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনার রূপসা উপজেলায় বিপুল চিংড়ি পোনা ও কচ্ছপ জব্দ করেছে কোস্টগার্ড। বাজার অনুযায়ী যার অনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ ৯৫০টাকা। খানজাহান আলী সেতু (রূপসা ব্রিজ) এলাকা থেকে এসব চিংড়ি পোনা ও কচ্ছপ জব্দ করা হয়। কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন আবদুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি স্টেশন রূপসার একটি টহল দল খান জাহান আলী সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৭ লাখ পিস চিংড়ি পোনা ও ৭৩ পিস জীবন্ত কচ্ছপ জব্দ করে। তিনি জানান, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ ৯৫০ টাকা। রূপসা উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে চিংড়ি পোনা ও কচ্ছপগুলোকে রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে। রাইজিংবিডি/ খুলনা/১৪ জুলাই ২০১৮/ মুহাম্মদ নূরুজ্জামান/টিপু