সারা বাংলা

কয়রায় স্লুইস গেট দেবে ভয়াবহ ফাঁটল

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার কয়রা উপজেলায় কপোতাক্ষ নদসংলগ্ন গোবরা ওয়ান ব্যান্ডের স্লুইস গেট দেবে গেছে। শুক্রবার হঠাৎ স্লুইস গেটটি দেবে যায়। এতে শনিবার সকাল থেকে গেট এলাকায় ভয়াবহ ফাঁটল দেখা দেয়। তিন ফুটের বেশি দেবে যাওয়ায় গেটের ওপরের কার্পেটিং রাস্তায় ফাঁটল ধরে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, স্লুইস গেটের তলদেশের বালু সরে গিয়ে বড় নালার সৃষ্টি হয়ে অহরহ পানি উঠানামায় ফাঁটলের সৃষ্টি হয়ে গেটের দুই ধারের হ্যান্ডেল ভেঙে গেছে। কয়রা সদর ইউপি চেয়ারম্যান স্থানীয় লোকজন নিয়ে বস্তাভর্তি মাটি ফেলে স্লুইস গেটের মুখ আটকানোর চেষ্টা করছেন। ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম জানিয়েছেন, কয়েক দিন ধরে স্লুইস গেটের তলানি ফেটে পানি চলাচল করছিল। হঠাৎ শুক্রবার ভয়াবহ ফাঁটল দেখা দিয়ে গেটের মূল অংশ দেবে গেছে। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা ক্ষতিগ্রস্ত স্লুইস গেট পরিদর্শন করেছেন। পাউবোর সেকশন কর্মকর্তা মো. মশিউল আবেদিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, ক্ষতিগ্রস্ত স্লুইস গেটের মুখে বস্তাভর্তি মাটি ফেলে আটকানোর কাজ চলছে।

 

 

রাইজিংবিডি/খুলনা/১৪ জুলাই ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/সাইফুল