সারা বাংলা

‘সন্ত্রাস মোকাবিলায় ভারত-বাংলাদেশ হাতে হাত রেখে কাজ করবে’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশ ও ভারত হাতে হাত রেখে কাজ করবে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দুই দেশের সেনারা যেভাবে কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করেছে, তেমনি সন্ত্রাস ও চরমপন্থি মোকাবিলায় দুই দেশ হাতে হাত রেখে কাজ করবে। শনিবার বিকেলে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে সদ্য নির্মিত বাংলাদেশ-ভারত মৈত্রী ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রাজনাথ সিং বলেন, ‘‘আজ ভারত-বাংলাদেশ সম্পর্ক একটি উচ্চতায় পৌঁছেছে। আর এ সম্পর্কের বর্তমান অবস্থাকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনালী অধ্যায় বলে আখ্যায়িত করেছেন।’’ রাজনাথ সিং আরো বলেন, ‘‘আমি খুশি যে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীসমূহকে প্রশিক্ষণ দিতে আমাদের সহযোগিতামূলক কর্মসূচি ভালোভাবে এগিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে আমরা বাংলাদেশের ৬৮১ জন পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছি। বাংলাদেশ যদি চায়, আমরা আরো এ ব্যাপারে সাহায্য করতে পারলে খুশি হবো।’’ বাংলাদেশ পুলিশ একাডেমিতে ভারত সরকারের অর্থায়নে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন নির্মাণ করা হয়। এ সময় ভবনের অত্যাধুনিক আইটি সেন্টারেরও উদ্বোধন করা হয়। এ সব উদ্বোধনের সময় বাংলাদেশের স্বরাষ্ট্র্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও উপস্থিত ছিলেন। দুই দেশের স্বরাষ্টমন্ত্রী এগুলো উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাভেদ পাটোয়ারী, রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অভিজিৎ চট্টোপ্যাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। মৈত্রী ভবন উদ্বোধনের পর দুই দেশের পুলিশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই হয়। এতে নিজ নিজ পক্ষে সই করেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ নাজিবুর রহমান ও ভারতের হায়দরাবাদ প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমির পরিচালক ডি রানি ডলি বর্মণ। রাইজিংবিডি/রাজশাহী/১৪ জুলাই, ২০১৮/তানজিমুল হক/বকুল