সারা বাংলা

‘বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার আগেই হেরে যাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘‘বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার আগেই হেরে যাচ্ছে। যেখানে আমরা জিততে যাচ্ছি, জিতার ব্যাপারে আশাবাদী, সেখানে কেন আমরা ককটেলের মতো বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে যাব। এটা তারাই করতে পারে, যাদের হেরে যাওয়ার আশংকা আছে।’’ বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গীর সড়ক ভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘‘সারা বাংলাদেশ জানে তিন সিটিতে নির্বাচন হচ্ছে। তিন সিটিতেই নৌকা মার্কার প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের প্রার্থী খাইরুজ্জামান লিটন। তার ক্লিন ইমেজের কারণে, অতীতে তার উন্নয়নমূলক ভূমিকার জন্য, জনগণ আজকে রাজশাহীতে ভেবে নিয়েছে, উন্নয়ন করতে হলে লিটনকে দরকার।’’ তিনি বলেন, ‘‘মানুষ এখন অনেক প্রাকট্রিক্যাল। তিন সিটিতে আমাদের অবস্থা ভালো। তবে খাইরুজ্জামান লিটনের অবস্থা অনেক আগে থেকেই যে ভালো, সেটা লোকের মুখে মুখে।’’ ওবায়দুল কাদের বলেন, ‘‘সেই সহিংস রক্তপাতের পর ২০১৪ সালে, তারপর তারা (বিএনপি) চেষ্টা করেও আন্দোলন-গণআন্দোলন গড়ে তুলতে পারেনি। এই ব্যর্থতা তাদের। এখন তারা যে কোনো বিষয়কে ইস্যু হিসেবে পাওয়ার জন্য কুইক ক্রেজি হয়ে গেছে, উন্মত্ত হয়ে গেছে। একটা কিছু পেলেই, কে, কী বলল, সত্যতা কতটুকু সেটা না দেখে হুট করে মন্তব্য করল, যে বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে গয়না লুট হয়ে গেছে, সোনা লুট হয়ে গেছে।’’ তিনি বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংক থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। পরিষ্কার বলা হয়েছে, ভল্টে রাখা স্বর্ণ গায়েবের মতো ঘটনা ঘটেনি। এর পক্ষে তথ্য-প্রমাণ কেউ দিতে পারেনি, বা দেওয়ার মতো সুযোগ বা কারণ সেখানে সৃষ্টি হয়নি,  যে টুকু হয়েছে, ব্যাংক পরিষ্কারভাবে বলেছে সেটা হচ্ছে ‘ক্ল্যারিক্যাল এরর, এরর ইন রেকর্ড’। ‘‘আজকে এখান থেকে একটা ইস্যু খোঁজার যে দুরভিসন্ধি, আমার বিশ্বাস এখান থেকে ইস্যু খোঁজার মতো অবস্থা সৃষ্টি হয়নি।’’ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক যানজট মুক্ত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো.  নজরুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মো.  জাহাঙ্গীর আলম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/গাজীপুর/১৮ জুলাই ২০১৮/হাসমত আলী/বকুল