সারা বাংলা

চট্টগ্রামে পাসের হার ৬২.৭৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এ বছরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৬২ দশমিক ৭৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬১৩ জন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান এই ফলাফল ঘোষণা করেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ২৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৬ হাজার ৮৫৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৭৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬১৩ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩ দশমিক ১১ শতাংশ, মানবিকে ৫১ দশমিক ৬৯ শতাংশ ও ব্যবসা শিক্ষা বিভাগে ৬৮ দশমিক ০১ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে এ বছর পরীক্ষায় অংশ নেয় ২০ হাজার ৬৫৪ জন। ছাত্র ১১ হাজার ৬৭৯ ও ছাত্রী ৮ হাজার ৯৭৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নেয় ৩৮ হাজার ৮৩৬ জন। ছাত্র ২১ হাজার ২৩১ ও ছাত্রী ১৭ হাজার ৬০৫ জন। মানবিক বিভাগ থেকে অংশ নেয় ৩৮ হাজার ১৮৬ জন। ছাত্র ১৫ হাজার ১০১ ও ছাত্রী ২৩ হাজার ৮৫ জন।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৯ জুলাই ২০১৮/রেজাউল করিম/ইভা