সারা বাংলা

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ২ ট্রলার ডুবি, নিখোঁজ ২০

বরগুনা সংবাদদাতা : বঙ্গোপসাগরের কচিখালী ও নারকেলবাড়িয়া এলাকায় ঝড়ের কবলে দুটি মাছ ধরা ট্রলার ডুবে ২০ জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে এফবি তরিকুল-১ এবং দুপুরের দিকে অর্ক নামের অপর একটি ট্রলার ডুবে এসব জেলে নিখোঁজ হন। নিখোঁজ জেলেদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে। ট্রলারের মালিক আশুতোষ চন্দ্র জানান, ১৯ জন জেলে নিয়ে তিন দিন আগে তার মালিকানাধীন এফবি অর্ক ট্রলারটি সাগরে মাছ শিকারে যায়। শনিবার দুপুরে দিকে তিনি মুঠোফোনে খবর পান কচিখালী এলাকায় ঝড়ের কবলে ট্রলারটি ডুবে গেছে। এতে ওই ট্রলারে থাকা মাঝি দুলাল, মিন্টু, আইউব, সিদ্দিক, সোলায়মান, মনির, নাসির, রুবেল, তৌফিক, হাকিম, কাসেম, মোতালেব কবিরসহ মোট ১৯ জেলে নিখোঁজ রয়েছেন। এর আগে সকালে নারকেলবাড়িয়া এলাকায় ঝড়ের কবলে এফবি তরিকুল-১ নামের ট্র্রলার ডুবির ঘটনায় ১৭ জেলে সাগরে নিমজ্জিত হয়। এর মধ্যে ১৬ জেলেকে উদ্ধার করলেও ট্রলারের বাবুর্চি ইলিয়াস এখনো নিখোঁজ রয়েছেন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সকাল ৯টার সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এফবি তরিকুল-১ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক মাছ ধরার ট্রলার উদ্ধারাভিযান চালিয়ে ১৬ জেলেকে উদ্ধার করেত সমর্থ হয়। দুপুরের দিকে ফের কচিখালী এলাকায় অর্ক নামের অপর একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে।’ রাইজিংবিডি/বরগুনা/২২ জুলাই ২০১৮/রুদ্র রুহান/সাইফুল