সারা বাংলা

রাতভর পুকুর সেচে মিলল ২টি এলজি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : সন্ত্রাসীরা বিপুল পরিমাণ অস্ত্র পুকুরে ফেলে দিয়েছে, এমন সংবাদের ভিত্তিতে পুকুর সেচে মিলেছে মাত্র দুটি এলজি এবং এক রাউন্ড কার্তুজ। চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ার ছোট মসজিদ এলাকায় (বাইতুশ শরিফ কমপ্লেক্সের পিছনে) একটি পুকুর থেকে রোববার ভোররাতে এই অস্ত্র উদ্ধার করা হয়। নগরীর ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, ‘শুক্রবার রাতে ধনিয়ালাপাড়ার একটি পুকুরের পাড় থেকে ধারালো অস্ত্রসহ ১৮ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সন্ত্রাসীরা পুকুরে বেশ কিছু অস্ত্র পুকুরে ফেলে দিয়েছে বলে পুলিশকে জানায়। এর পর পুলিশ পুকুরের যাবতীয় পানি অপসারণ করে অস্ত্র উদ্ধারের সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সন্ধ্যা থেকে রাতভর ওই পুকুরে মেশিনের সাহায্যে সব পানি অপসারণ করা হয়। এর পর ভোররাতের দিকে ওই পুকুর থেকে বিপুল সংখ্যক বড় মাছের পাশাপাশি দুটি দেশীয় তৈরি এলজি এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।’ এই অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত ১৮ সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানিয়েছে।

রাইজিংবিডি/চট্টগ্রাম/২২ জুলাই ২০১৮/রেজাউল/সাইফুল