সারা বাংলা

বরিশালে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ততই প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন প্রার্থীরা। মেয়র প্রার্থীরা পরিকল্পিত নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়ে নিজ নিজ প্রতীকে ভোট চাচ্ছেন। প্রতীক বরাদ্দের পর সোমবার ছিল প্রচারণার ১৩তম দিন। নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগকালে ‘যাকে দিয়ে বরিশালের উন্নয়ন হবে, দেখেশুনে তাকে’ ভোট দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের মেয়রপ্রার্থী সাদিক আব্দুল্লাহ। বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের আশ্বাস দিয়েছিল কিন্তু গ্রেপ্তার আতঙ্কের কারণে জনমনে সংশয়-সন্দেহ বেড়ে যাচ্ছে। পুলিশের উপর দুই দফা হামলার প্রেক্ষিতে সুষ্ঠু ভোটের জন্য প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। বরিশালের উন্নয়নের অঙ্গীকার করে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, বাসদের ডা. মনিষা চক্রবর্তী, কমিউনিস্ট পাটির এ কে আজাদ, ইসলামী আন্দোলনের মাওলানা ওবাইদুর রহমান মাহবুব এবং স্বতন্ত্রপ্রার্থী বশির আহম্মেদ ঝুনু। এদিকে, নির্বাচনে অপরাধ বিচারার্থে আমলে নেওয়া এবং তা সংক্ষিপ্ত বিচারের জন্য নয়জন বিচার বিভাগীয় (জুডিশিয়াল) হাকিম নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তথ্য সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের পূর্বের দিন থেকে ভোটের দিন ও পরের দুই দিনসহ মোট চারদিন অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারের জন্য বিচার বিভাগীয় হাকিমদের নিয়োগ দেওয়া হয়েছে। রাইজিংবিডি/বরিশাল/২৩ জুলাই ২০১৮/জে.খান স্বপন/বকুল