সারা বাংলা

সোনারগাঁয়ে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী আলমগীর নিহত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আলমগীর নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই র‌্যাব সদস্য। মঙ্গলবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি আগমন সিএনজি স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করে র‌্যাব। র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আলেপ উদ্দিন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানোর সময় গোপন সংবাদে জানা যায় পিরোজপুরের চেঙ্গাকান্দি আগমন সিএনজি স্টেশনের পাশে আলমগীর ও তার সহযোগীরা মাদকের চালান ও বেচাকেনা করছে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর হামলা ও গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই নিহত হয় আলমগীর। এ সময় র‌্যাবের হাবিলদার হাবিবুর রহমান ও কনস্টেবল মিজান তালুকদার আহত হন। নিহত আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানার ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে মাদক মামলাই ১০টি। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২৪ জুলাই ২০১৮/হাসান উল রাকিব/সাইফুল