সারা বাংলা

গাড়ি থেকে সড়কে লাশ ছুঁড়ে ফেলে পালালো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সোনালী ব্যাংকের এক নিরাপত্তাকর্মীকে হত্যার পর গাড়ি থেকে সড়কের ওপর লাশ ছুঁড়ে ফেলে গেছে পালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১টায় মৌচাক এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাসে থেকে লাশটি ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত ওই ব্যক্তির নাম আ. মান্নান (৫২)। তিনি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের একজন নিরাপত্তাকর্মী। ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বুধবার বেলা ১১টায় ঢাকামুখী একটি মাইক্রোবাস থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক স্যামস ফিলিং স্টেশনের পাশে লাশটি ফেলে যায় অজ্ঞাতরা। সাথে একটি কালো রঙের ব্যাগও ফেলে যায়। লাশের সাথে থাকা পরিচয়পত্র থেকে জানা যায় যে, তিনি সোনালী ব্যাংক প্রধান কর্যালয়ের নিরাপত্তা প্রহরীর দায়িত্বে কর্মরত ছিলেন। এসআই জানান, পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, আ. মান্নান কুমিল্লার বড়ুরা থানার কিশানপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে। নিহত আ. মান্নানের চোখ সাদা রঙের টেপ দিয়ে মোড়ানো ছিল এবং চোখে কালো সানগ্লাস ছিল। এদিকে ঘটনার বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে যোগাযোগ করতে গেলে তার মোবাইলফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহেদী ইমরান সিদ্দকী বলেন, ‘দুর্বৃত্তরা আ. মান্নান নামের এক ব্যক্তিকে হত্যার পর লাশ ফেলে গেছে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায়। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। বিভিন্ন স্থানে লাগানো সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করছি। এ বিষয়ে পরে আমরা বিস্তারিত জানাতে পারব।’ রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২৫ জুলাই ২০১৮/হাসান উল রাকিব/সাইফুল