সারা বাংলা

বরিশালে গণসংযোগে পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী এবং সমর্থকরা পাল্টাপাল্টি অভিযোগ করছেন। ভোট গ্রহণের দিন যতই এগিয়ে আসছে, ততই নির্বাচনী উত্তাপ বাড়ছে। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে আওয়ামী লীগ প্রার্থী সাদিক আবদুল্লাহ বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন। তিনি ভয়ভীতির ঊর্ধ্বে উঠে ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সন্ধ্যা ৬টার পর আওয়ামী লীগ প্রার্থী সাদিক আবদুল্লাহর সঙ্গে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগে মিলিত হন বাংলাদেশ মেডিকেল অসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। যে ধরনের ঘটনাই ঘটুক না কেন, যত গ্রেপ্তারই হোক না কেন, বিএনপি মাঠ ছেড়ে যাবে না, সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনের মাঠে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। দুপুরে বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের ফিশারী রোডের কারিকর বিড়ি ফ্যাক্টরি এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এরপরই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বরিশালে সংবাদ সম্মেলন করে বলেন, বরিশালে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। গত রাত (বুধবার) থেকে আওয়ামী লীগ বরিশালে ত্রাসের রাজত্ব শুরু করেছে। পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে। অহেতুক গ্রেপ্তার করে আতংকের সৃষ্টি করছে।   

তিনি বলেন, ইসির কথা কোনো কাজে আসছে না। আওয়ামী লীগ প্রতিনিয়ত আচরনবিধি লঙ্ঘন করে যাচ্ছে। প্রশাসন এ সব দেখছে না। তারা এখন অভিযোগও নিচ্ছে না। শুরু থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেন তিনি। মির্জা আব্বাস বলেন, বিএনপির নেতাকমীরা আওয়ামী লীগের অত্যাচার সহ্য করেও দৃঢ় মনোবল নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে। বিএনপির কর্মীদের উপর অত্যাচার হলে এখন থেকে কোনো কিছুই আর আনচ্যালেঞ্জড যাবে না। বিএনপি কোনো ব্যক্তি বিশেষের কাছে স্বাধীনতা বিকিয়ে দেবে না। সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার, দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ২০ দলের শরীক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ গত বুধবার বরিশালে আওয়ামী লীগ প্রার্থী সাদিক আবদুল্লাহকে সমর্থন দেওয়ার খবর জানানোর পরও আজ দিনভর নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন জাপার মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। তিনি বলেন, এইচ এম এরশাদের কোনো নির্দেশ পাননি। দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার ক্ষমতাসীনদের সঙ্গে জাতীয় সংসদের একটি আসন ভাগাভাগির জন্য তার নিজের স্বার্থে এই চক্রান্ত করেছেন বলে অভিযোগ করেন তাপস। তিনি নির্বাচনের মাঠে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন।

   

রাইজিংবিডি/বরিশাল/২৬ জুলাই ২০১৮/জে. খান স্বপন/বকুল