সারা বাংলা

৩৩৩ এ কল করে বাল্যবিয়ে বন্ধ!

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ৩৩৩ এ কল করে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন এক সচেতন নাগরিক। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ বিয়ে বন্ধ হয়। বাল্যবিয়ে বন্ধ হওয়া হনুফা খাতুন (১৪) নামের ওই স্কুলছাত্রী বোয়ালিয়া গ্রামের হাসান আলীর মেয়ে ও মহেলা হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার জানান, হনুফা খাতুনের সাথে পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের বিয়ে ঠিক করেন তার পরিবারের লোকজন। শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল হনুফার। বাল্যবিয়ে বন্ধে স্থানীয় এক ব্যক্তি সরকারের ওয়ানস্টপ কল সার্ভিস ৩৩৩ এ কল করে বিষয়টি জানান। সেখান থেকে বাল্যবিয়ে বন্ধে নির্দেশনা আসার পর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার দ্রুত উপজেলা মহিলাবিষয়ক দপ্তরের কর্মকর্তা আফজাল হোসেনকে বিষয়টি জানালে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে হনুফাদের বাড়িতে গিয়ে বন্ধ করেন দেন বিয়ে। এ সময় হনুফার বাবা-মা এবং পরিবারের সকলকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করলে ১৮ বছর না হওয়া পর্যন্ত তারা মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।

       

রাইজিংবিডি/পাবনা/২৭ জুলাই ২০১৮/শাহীন রহমান/সাইফুল