সারা বাংলা

বরিশালে বিজিবির টহল শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। আজ শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় টহল দেবে বলে নিশ্চিত করেছেন রিটানিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান তালুকদার। তিনি বলেন, বিজিবির পাশাপাশি র‌্যাব-পুলিশের সদস্যরাও টহল অব্যাহত রেখেছে। নির্বাচনে ৯ জন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ও ৫৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। রিটানিং কর্মকর্তা আরো বলেন, বিজিবির ১৫ প্লাটুন সদস্য মাঠ পর্যায়ে নিরাপত্তার দায়িত্ব করছে। ৪ প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে, যারা বিশেষ প্রয়োজনে বের হবে। র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স জানান, র‌্যাবের ৩০০ সদস্য নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে কাজ করছে। যার মধ্যে ৩০টি টিম স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করছে এবং ৪টি টিম রিজার্ভ রাখা হয়েছে। এরই মধ্যে র‌্যাবের টহল নগরজুড়ে অব্যাহত রয়েছে। পাশাপাশি নগরের প্রবেশদ্বারে ৩টি চেকপোস্ট বসানো হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনে পুলিশের দুই হাজার সদস্য দায়িত্ব পালন করছে।  বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটার ১২৩টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ৩০ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।  রাইজিংবিডি/বরিশাল/২৮ জুলাই ২০১৮/জে.খান স্বপন/বকুল